০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই -ড.খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার

ঢাকায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হলো কুমিল্লা থেকে, গ্রেফতার ১

  • তারিখ : ০৫:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • 87

স্টাফ রিপোর্টার।।
রাজধানীর বাড্ডা এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল কুমিল্লা থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ। এসময় একজনকে গ্রেফতারও করা হয়েছে। বাড্ডা থানা পুলিশ বলছে, গ্রেফতারকৃত অনিক মুন্সি (১৯) চোর চক্রের সদস্য।

শনিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকার ‘তাসফিন সিএনজি পাম্প’ এলাকায় অভিযান চালিয়ে এই তরুণকে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গত ২৫ অক্টোবর দুপুরে আফতাবনগর এলাকার ইস্টার্ন হাউজিং মসজিদের বাইরে থেকে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। পরে নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই।

এ ঘটনার ৭ ডিসেম্বর ভুক্তভোগী আরিফুলের চাচাতো ভাই মিশানুর মাহমুদ বাদী হয়ে বাড্ডা থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পরবর্তী সময়ে এই মামলার তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অনিক মুন্সিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত অনিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএমপির এই কর্মকর্তা জানান, এই তরুণ দীর্ঘদিন ধরেই ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছে। বাড্ডা থানার মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

error: Content is protected !!

ঢাকায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হলো কুমিল্লা থেকে, গ্রেফতার ১

তারিখ : ০৫:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
রাজধানীর বাড্ডা এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল কুমিল্লা থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ। এসময় একজনকে গ্রেফতারও করা হয়েছে। বাড্ডা থানা পুলিশ বলছে, গ্রেফতারকৃত অনিক মুন্সি (১৯) চোর চক্রের সদস্য।

শনিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকার ‘তাসফিন সিএনজি পাম্প’ এলাকায় অভিযান চালিয়ে এই তরুণকে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গত ২৫ অক্টোবর দুপুরে আফতাবনগর এলাকার ইস্টার্ন হাউজিং মসজিদের বাইরে থেকে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। পরে নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই।

এ ঘটনার ৭ ডিসেম্বর ভুক্তভোগী আরিফুলের চাচাতো ভাই মিশানুর মাহমুদ বাদী হয়ে বাড্ডা থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পরবর্তী সময়ে এই মামলার তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অনিক মুন্সিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত অনিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএমপির এই কর্মকর্তা জানান, এই তরুণ দীর্ঘদিন ধরেই ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছে। বাড্ডা থানার মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।