০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর- জামায়াত নেতা ড. মোবারক হোসাইন

  • তারিখ : ১১:১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 103

আতাউর রহমান।।
কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেছেন, তরুণদের দিকে তাকিয়ে আছে দেশ। তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তাই আজকের তরুণ সমাজকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার বিকল্প নেই।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া মরহুম এড. শাহ আলম সরকার স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেন, আজকে তরুণসমাজ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদক একটি ব্যাধিতে রূপ নিয়েছে। আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। তরুণ সমাজকে এ দেশের কর্ণধার হওয়ার যোগ্য করে তুলতে হবে। এজন্য আমাদের সকলকে এগিয়ে এসে এ দায়িত্বভার গ্রহণ করতে হবে।

ড. মোবারক হোসাইন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে একটি সমাজ থেকে মাদক দূর করতে। সেজন্য পড়াশোনার পাশাপাশি বেশি বেশি খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। পরিবার ও সমাজ সচেতন হলে পড়াশোনা ও খেলাধুলার মধ্যদিয়েই তরুণরা তাদের স্বপ্ন-চূড়ায় পৌঁছাতে সক্ষম হবে।

এতে ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক আইয়ুব সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সমাজসেবক ওমর সানি। এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর- জামায়াত নেতা ড. মোবারক হোসাইন

তারিখ : ১১:১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

আতাউর রহমান।।
কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেছেন, তরুণদের দিকে তাকিয়ে আছে দেশ। তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তাই আজকের তরুণ সমাজকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার বিকল্প নেই।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া মরহুম এড. শাহ আলম সরকার স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেন, আজকে তরুণসমাজ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদক একটি ব্যাধিতে রূপ নিয়েছে। আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। তরুণ সমাজকে এ দেশের কর্ণধার হওয়ার যোগ্য করে তুলতে হবে। এজন্য আমাদের সকলকে এগিয়ে এসে এ দায়িত্বভার গ্রহণ করতে হবে।

ড. মোবারক হোসাইন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে একটি সমাজ থেকে মাদক দূর করতে। সেজন্য পড়াশোনার পাশাপাশি বেশি বেশি খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। পরিবার ও সমাজ সচেতন হলে পড়াশোনা ও খেলাধুলার মধ্যদিয়েই তরুণরা তাদের স্বপ্ন-চূড়ায় পৌঁছাতে সক্ষম হবে।

এতে ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক আইয়ুব সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সমাজসেবক ওমর সানি। এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।