তারুণ্যের উৎসব-২০২৫ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

আলমগীর কবির।।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব-২০২৫ সাইকেল র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে আজ। র‍্যালি উপলক্ষে মানিক মিয়া এভিনিউ এর জাতীয় সংসদ ভবনের সামনে ছিল উৎসব মুখর পরিবেশ। তিনশো’র উপর সাইক্লিস্ট অংশ নেয় র‍্যালিতে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তারুণ্যের উৎসবে এই সাইকেল র‍্যালির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন।

সকালে র‍্যালিটি মানিক মিয়া এভিনিউ এর জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হযে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবন, আবদুল গনি রোড হয়ে পল্টনে জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page