বিল্লাল হোসেন মোল্লা।।
সারা বাংলাদেশের ন্যায় কুমিল্লা জেলার তিতাসেও ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বঙ্গবন্ধুর হাতে গড়া তিল তিল করে গড়ে উঠা রাজপথের সংগ্রামে আন্দোলনে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অন্যতম শক্তিশালী সংগঠন হিসাবে বাংলাদেশ ছাত্রলীগ। আন্দোলনে সংগ্রামে রাজপথের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে ছাত্রলীগ।
সোমবার (৪ জানুয়ারি) দুপুর ২টার সময় গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া, কেক কাটা, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ তিতাস হোমনা আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন সাদ্দামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর পরিচালনায় প্রানবন্ত হয়ে উঠে আজকের অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও বলরাম পুর ইউপি চেয়ারম্যান মোঃনুর নবী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান,তিতাস থানার ওসি তদন্ত কর্মকর্তা মোঃশহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান,মজিদ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ভূইয়া,সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরকার, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছাইদুর রহমান ভূইয়া, তিতাস উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম মোল্লা, সদস্য সচিব শাহজালাল মুন্সী, বিভিন্ন ইউপির ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীরা।
আরো দেখুন:You cannot copy content of this page