০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সাবেক-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ; যান চলাচল বন্ধ কুমিল্লায় মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই -ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তিতে গণঅভ্যুত্থান দিবসের র‍্যালিতে অংশ নিতে এসে যুবদল নেতার মৃত্যু চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিএনপি এক-তৃতীয়াংশ আসন পেয়ে জয় লাভ করবে: ড. খন্দকার মারুফ হোসেন বুড়িচংয়ে মসজিদে ছুরিকাঘাতের ঘটনায় আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন দাউদকান্দিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়েত ইসলামীর গণমিছিল দাউদকান্দিতে শহীদদের সমাধিতে প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

তিতাসে সূর্যমুখির দৃষ্টিনন্দন পরিবেশ সকলের মন কেড়েছে

  • তারিখ : ০১:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • 153

হালিম সৈকত।।
তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের কৃষক ওয়ালিদ মিয়া সূর্যমুখি ফুলের চাষ করে বেশ আলোড়ন তুলেছেন। তিনি প্রায় ১০০ শতক জমিতে চাষ করেছেন সূর্যমুখীর। ফুলে ফুলে ভরে গেছে সেই জমি। সেখানেই সেলফি তোলার ঝড়।

সড়কের পাশে সূর্যমুখী চাষ করায় সেই দৃষ্টিকাড়া ফুলের মধ্যে কেউবা সেলফি, কেউবা স্বজন নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছবি তুলতে ভিড় করছে সব বয়সের নারী পুরুষ। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পরিবার-পরিজন নিয়ে সেখানে ছুটে যাচ্ছেন।

সম্প্রতি সূর্যমুখী ফুলের ছবি ফেসবুকে ভাইরাল হলে কিছু দিন যাবত সেখানে উপচে পড়ছে মানুষের ভিড়। ৫০-৭০ কিলোমিটার দূর থেকেও মানুষ মাইক্রোবাস-কার, মোটরসাইকেলে করে ছুটে আসছে।

দর্শনার্থীদের অনেকেই বলেন, ফেসবুকে ফুলের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে ছবি তুলতে এসেছি। কারণ কুমিল্লার কোথাও এমন পরিবেশ নেই।

মাঠজুড়ে এমন সূর্যমুখী ফুল কখনো দেখিনি। স্মৃতিতে ধরে রাখতে এখানে ছবি তুলতে এসেছি আমরা।

সূর্যমুখি ফুলের চাষী ওয়ালিদ মিয়া জানান, ফুল ফোটার পর ফেসবুকে ভাইরাল হলে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রতিদিন শত শত মানুষ আসছে ফটো তুলতে, এতে আমার বেশ আনন্দ লাগছে।

তিতাস উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দিন জানান, এ বছর আমরা তিতাসে সূর্যমুখি চাষের জন্য বীজ সরবরাহ করেছি। ২ টি ইউনিয়নে প্রায় ২ শ শতক জায়গায় সূর্যমুখির চাষ হয়েছে। ভবিষ্যতে চাষ বৃদ্ধির জন্য আরো সহযোগিতার হাত প্রসারিত করা হবে।

তিতাসে সূর্যমুখির দৃষ্টিনন্দন পরিবেশ সকলের মন কেড়েছে

তারিখ : ০১:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১

হালিম সৈকত।।
তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের কৃষক ওয়ালিদ মিয়া সূর্যমুখি ফুলের চাষ করে বেশ আলোড়ন তুলেছেন। তিনি প্রায় ১০০ শতক জমিতে চাষ করেছেন সূর্যমুখীর। ফুলে ফুলে ভরে গেছে সেই জমি। সেখানেই সেলফি তোলার ঝড়।

সড়কের পাশে সূর্যমুখী চাষ করায় সেই দৃষ্টিকাড়া ফুলের মধ্যে কেউবা সেলফি, কেউবা স্বজন নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছবি তুলতে ভিড় করছে সব বয়সের নারী পুরুষ। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পরিবার-পরিজন নিয়ে সেখানে ছুটে যাচ্ছেন।

সম্প্রতি সূর্যমুখী ফুলের ছবি ফেসবুকে ভাইরাল হলে কিছু দিন যাবত সেখানে উপচে পড়ছে মানুষের ভিড়। ৫০-৭০ কিলোমিটার দূর থেকেও মানুষ মাইক্রোবাস-কার, মোটরসাইকেলে করে ছুটে আসছে।

দর্শনার্থীদের অনেকেই বলেন, ফেসবুকে ফুলের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে ছবি তুলতে এসেছি। কারণ কুমিল্লার কোথাও এমন পরিবেশ নেই।

মাঠজুড়ে এমন সূর্যমুখী ফুল কখনো দেখিনি। স্মৃতিতে ধরে রাখতে এখানে ছবি তুলতে এসেছি আমরা।

সূর্যমুখি ফুলের চাষী ওয়ালিদ মিয়া জানান, ফুল ফোটার পর ফেসবুকে ভাইরাল হলে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রতিদিন শত শত মানুষ আসছে ফটো তুলতে, এতে আমার বেশ আনন্দ লাগছে।

তিতাস উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দিন জানান, এ বছর আমরা তিতাসে সূর্যমুখি চাষের জন্য বীজ সরবরাহ করেছি। ২ টি ইউনিয়নে প্রায় ২ শ শতক জায়গায় সূর্যমুখির চাষ হয়েছে। ভবিষ্যতে চাষ বৃদ্ধির জন্য আরো সহযোগিতার হাত প্রসারিত করা হবে।