মারুফ কল্প।।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা প্রকৌশলীর দপ্তর এলজিইডি তিতাস উপজেলায় কর্মকর্তা উপজেলা প্রকৌশলী (অঃদাঃ) মোঃ ওয়াহেদুর রহমান ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোববার (১ আগষ্ট) সকাল ৯ টায় ঢাকা স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃতুকালে তাঁর বয়স ছিলো ৫৩ বছর। তিনি এক স্ত্রী, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মহান আল্লাহর নিকট মরহুতের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি এলজিইডি, কুমিল্লার পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী স্বাক্ষরিত এক শোক বার্তায় বলেন, তিনি কর্মজীবনে সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালণ করেছেন। তাঁর অকাল মৃত্যুতে এলজিইডি, কুমিল্লার সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী গভীরভাবে শোকাহত।