দাউদকান্দিতে চলন্ত গাড়ি থেকে পড়ে ফেরিওয়ালার মৃত্যু

নেকবর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দিতে চলন্ত গাড়ি থেকে পড়ে মোঃ রফিক (৩৫) নামের এক ফেরিওয়ালা মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৯ টায় গৌরীপুর-কচুয়া সড়কের দাউদকান্দি উপজেলার নতুন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর রাজিব কুমার সাহা জানান, স্থানীয়দের তথ্যমতে লোকটি কোনো একটি গাড়ি ছাদে বসা ছিলো। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় হঠাৎ সে গাড়ি থেকে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

নিহত মোঃ রফিক দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার বন্ধুগাওঁ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। সে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

তিনি বিভিন্ন এলাকায় ফেরি করে মালামাল বিক্রি করতেন। তবে গাড়ি সনাক্ত করা সম্ভব হয়নি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page