দাউদকান্দিতে বেদেদের ঈদ উপহার দিলেন এএসপি জুয়েল রানা

রাজিব হোসেন জয়।
কুমিল্লার দাউদকান্দিতে সমাজের অনগ্রসর জনগোষ্ঠী সুবিধা বঞ্চিত বেদেদের ঈদ উপহার তুলে দিলেন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জোবায়ের জুয়েল রানা।

এ সময় তার সাথে ছিলেন দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।

দুপুরে পৌরসভার দোনার চর গ্রাম সংলগ্ন গোমতী নদের পাড়ে নৌকায় বসবাসরত ২৭ টি বেদে পরিবারের সদস‍্যদের হাতে এসব ঈদ উপহার তুলে দেন এএসপি জুয়েল রানা।

এ সময় তিনি সমাজে পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়কে মূল ধারায় ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি বলেন শিক্ষা স্বাস্থ‍্য ও বাসস্থান এর মত মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকার সব নাগরিকের জন‍্য কাজ করছে।

এএসপি জুয়েল রানাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বেদে সম্প্রদায়ের লোকজন। তারা এএসপি’র দেওয়া উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বেদের সম্প্রদায়ের লোকজন জুয়েল রানার কাছে আরজি জানান,তাদের বসবাসের স্থায়ী আবাসের ব‍্যবস্থা করার জন‍্য। এ ব‍্যাপারে জুয়েল রানা বেদেদের আস্বাস দেন তিনি বিষয়টি যথাযত কতৃপক্ষকে অবহিত করবেন।

ঈদ উপহার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন,ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন সরকার, কাউন্সিলর বিল্লাল হোসাইন সুমন খন্দকারসহ আরো অনেকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page