দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে তুচ্ছ ঘটনার জেরে দোকানে হামলা-ভাংচুর ও ব্যবসায়ীকে এলোপাথাড়ি কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন করছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৩ মার্চ ) সকালে নায়েরগাঁ বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শত-শত বিক্ষুদ্ধ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী বক্তারা অভিযুক্ত সন্ত্রাসী মোঃ আশু মিয়ার নেতৃত্বে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
হামলায় আহত হারুন শিকারির ছেলে মোহন শিকারী বলেন, আমাদের দৌলতপুর ইউনিয়নের কানাছোঁয়া বাজারে পুরানো মোটরসাইকেল কেনাবেচার দোকান রয়েছে। আক্রমণকারীরা আমি সহ আমার ভাই, বাবা ও দোকানের কর্মচারী হৃদয়কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তারা দোকানে থাকা নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কানাচোয়া বাজারে হারুন শিকারী সিএনজি ষ্টেশনে যানজট নিরসনে প্রতিদিন দায়িত্ব পালন করেন। সোমবার সন্ধ্যায় একটি অটোরিকশা উল্টোপথে যাওয়ার চেষ্টা করে। বাঁধা না শোনায় চালকের সাথে কথা কাটাকাটি হয় হারুন শিকারীর। এ সময় সিএনজি চালকের পক্ষ নিয়ে কয়েকজন খারাপ আচরণ করে হারুন শিকারীর সাথে। ঘটনার এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনার রেশ ধরে প্রতিপক্ষরা ১১ মার্চ মঙ্গলবার হারুন শিকারির দোকানে হামলা করে।
আরো দেখুন:You cannot copy content of this page