০২:০০ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দাউদকান্দিতে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

  • তারিখ : ১০:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 249

শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে হোমনা ও গৌরীপুর সড়কে দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ লাঘবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে বাজারের ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট, হকার এবং সড়কের উপর রাখা বিভিন্ন সামগ্রী অপসারণ করা হয়। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে ইজারাদার ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে নির্ধারিত স্থানে দোকান বসানোর নির্দেশনা দেন উপজেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান ইসলাম,গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়শা আক্তার, দাউদকান্দি মডেল থানা পুলিশ এবং বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ির স্বেচ্ছাসেবীরা৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার জানান, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, “জনস্বার্থে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান চলবে।”

এদিকে স্থানীয় ক্রেতা ও পথচারীরা উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

error: Content is protected !!

দাউদকান্দিতে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

তারিখ : ১০:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে হোমনা ও গৌরীপুর সড়কে দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ লাঘবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে বাজারের ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট, হকার এবং সড়কের উপর রাখা বিভিন্ন সামগ্রী অপসারণ করা হয়। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে ইজারাদার ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে নির্ধারিত স্থানে দোকান বসানোর নির্দেশনা দেন উপজেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান ইসলাম,গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়শা আক্তার, দাউদকান্দি মডেল থানা পুলিশ এবং বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ির স্বেচ্ছাসেবীরা৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার জানান, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, “জনস্বার্থে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান চলবে।”

এদিকে স্থানীয় ক্রেতা ও পথচারীরা উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।