দেবীদ্বারে করোনায় প্রাণ গেল শিক্ষক নেত্রীর; দাফন সম্পন্ন

এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার প্রতিনিধি।।
করোনায় আক্রান্ত হয়ে জীবন যুদ্ধে হেরে গিয়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন দেবীদ্বার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাহমিনা পারভীন আঁখি।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিকেল সাড়ে ৫টায় দেবীদ্বার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও এক কণ্যা সন্তান সহ বহু আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে যান।

জানাযার প্রাক্কালে মরহুমার কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করে আলোচনা রাখেন দেবীদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, সাবেক ভাইস চেয়ারম্যান এ,কে,এম সফিকুল আলম কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রব, দেবীদ্বার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ভূইয়া, সেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাৎ হোসেন মিঠু, প্রভাষক সাইফুল ইসলাম শামিম, সেচ্ছাসেবক লীগ নেতা জিএস আব্দুল মান্নান, মরহুমার স্বামী যুবলীগ উপজেলা সাধারন সম্পাদক বাবুল হোসেন রাজু প্রমূখ। একই সময় কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল অডিও ফোনে নিহতার মৃত্যুতে গভীর শোক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তাহমিনা পারভীন আঁখি দেবীদ্বার উপজেলা সদরের ৩৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তাঁর স্বামী দেবীদ্বার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু জানান, গত ১৯ জুলাই আঁখি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। টানা ১৪ দিন করোনার সাথে যুদ্ধ করে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় কুমেক হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শিক্ষক নেতা আঁখির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, কুমিল্লা-৪ দেবীদ্বার’র স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page