দেশব্যাপী সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

আলমগীর কবির।।
দেশব্যাপী চলমান ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও সম্প্রতি ঢাকা মিটফোর্ড হাসপাতালে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা মহানগর শাখা।

শুক্রবার (১২ জুলাই ২৫) বিকালে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের কুমিল্লা মহানগর শাখার সভাপতি যুবনেতা মাওলানা আক্রাম হোসাইন। সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা উত্তরের সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়ব।

এছাড়াও বক্তব্য রাখেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরি, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ এরশাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সাবেক সেক্রেটারি মাওলানা নূর হোসাইন, মহানগর শাখার যুগ্ম সম্পাদক নাজির আহমেদ ফাহিম, যুব আন্দোলনের মহানগর সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ এবং ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সভাপতি ছাত্রনেতা মামুন বিন নুরুল ইসলাম।

বক্তারা অবিলম্বে দেশে নারী নির্যাতন, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মিটফোর্ড হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page