মো. জাকির হোসেন ।
চারদিকে চোখজুড়ানো সৌন্দর্য্য । সম্প্রতি রোপন করা ফুল গাছ সেবাগ্রহীতাদের নজর কাড়ছে। বৃদ্ধি করা হবে সেবার মানও। এমন আয়োজন কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদে। ইউপি চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন ধীরে ধীরে অবকাঠামোগত আরো পরিবর্তণ করা হবে।
বৃহস্পতিবার সকালে মোকাম ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলীর নিজ তহবিল থেকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে ফুল সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ লিয়াকত আলী, ইউপি সদস্য যথাক্রমে মো. জাকির হোসেন, মোঃ কাউসার আহাম্মদ, মোঃ জসিম উদ্দিন, , উদ্যক্তা মোঃ সেলিম রেজা, হিসাব রক্ষক মোঃ রবিউল।