মাহফুজ নান্টু, কুমিল্লা।
বিশ্ব নারী দিবসে কুমিল্লায় ছয়জন মহিয়সী নারীর নামে ছয়টি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাঠাগারগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সদর দক্ষিন উপজেলার চেয়ারম্যান আলহাজ গোলাম সারোয়ার ও ভাইস চেয়ারম্যান আলহাজ আবদুল হাই বাবলু।
পাঠাগারগুলো হলো সদর দক্ষিন উপজেলার পূর্ব জোড় কানন ইউনিয়নের বেগম রোকেয়া পাঠাগার, জোড় কানন পশ্চিম-নবাব ফয়জুন্নেসা পাঠাগার, গলিয়ারায় বঙ্গমাতা বেগম মুজিব ফজিলাতুন্নেছা পাঠাগার, চৌয়ারায় কবি সুফিয়া কামাল পাঠাগার, বিজয়পুর-বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাঠাগার ও বারপাড়া ইউনিয়নে প্রীতিলতা ওয়াদ্দেদার পাঠাগার।
পাঠাগার উদ্বোধন শেষে ইউএনও শুভাশিস ঘোষ বলেন, আজ যে পাঠাগারগুলো উদ্বোধন করেছি সেখান থেকে কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা বই নিয়ে পড়বে। এই কিশোর কিশোরীসহ আমাদের আগামী প্রজন্মের যারাই পাঠাগারের সাথে সম্পৃক্ত হবে, তারা জানবে কারা এই মহিয়সী নারী। আগামী প্রজন্মের মাঝে আমাদের মহিয়সীদের জীবননাদর্শ ছড়িয়ে দিতেই এই উদ্যােগ নেয়া হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page