‘‘নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি’’ সুজানগর এলাকায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডে সুজানগর এলাকাবাসীর উদ্যােগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৮টার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহিনুল ইসলাম। তিনি বলেন- মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সবই হচ্ছে আবার কিছুই হচ্ছে না। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর প্রবণতা। বিশেষ করে যুব সমাজ নিমজ্জিত হচ্ছে অন্ধকারে। ভেঙ্গে যাচ্ছে দেশের চালিকা শক্তি যুব সমাজের মেরুদন্ড, যার পরিপ্রেক্ষিতে সমাজ ব্যবস্থায় চরম বিশৃংখলা দেখা যাচ্ছে। প্রতিনিয়তই সুস্থ জীবন থেকে সরে যাচ্ছে বহু তরুণ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের মানুষ।

মাদকের প্রভাব বাড়ার কারণে সমাজ এবং পরিবার দিন দিন হয়ে পড়ছে উদ্বিগ্ন। সুস্থ এবং সুশৃংখল সমাজ নির্মাণ করতে হলে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে যুব সমাজকে।

তিনি আরো বলেন, আমি ২৪ ঘন্টা আপনাদের পাশে আছি। আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।

মাদক ব্যবসায়ের সাথে জড়িতদের আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সুজানগর সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মো: সাইফুল ইসলাম, সেলিম মিয়া, শাহাজাহান সর্দার, মমতাজ উদ্দিন সহ আরো অনেকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page