
মোঃ জহিরুল হক বাবু।।
পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া আল-আমিন বারীয়া দরবার শরীফে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা ইসাকিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আলেমেদ্বিন, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ও কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী।
বিশেষ মেহমান ছিলেন কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা আলহাজ¦ শাহ মোঃ আলমগীর খান আল মাইজভান্ডারি, কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির জুলুছ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, কুমিল্লা আল-আমিন বারীয়া দরবার শরীফের সভাপতি আলহাজ্ব মির্জা জালাল উদ্দিন খাঁন বাদল, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক, মাওলানা আবদুল আজিজ ফাউন্ডেশন ও আদিনামুড়া হেফজুল কোরআন মাদ্রাসা, মেহমানখানা ও এতিমখানা কমপ্লেক্সের সভাপতি বিশিষ্ট সাংবাদিক গোলাম কিবরিয়া।
ব্রাহ্মণপাড়া আল-আমিন বারীয়া দরবার শরীফের সভাপতি মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন যমুনা টিভির ব্যুরো চিফ রফিকুল ইসলাম খোকন, ডিবিসি নিউজের কুমিল্লা প্রতিনিধি নাসির উদ্দিন চৌধূরীসহ বিভিন্ন দরবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।