ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে কালীর বাজারে বিক্ষোভ মিছিল

এইচ.তামীম আহাম্মেদ।।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় সদরের কালীর বাজার ইউপির প্রাচীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা থেকে শুরু করে কালীর বাজারে গিয়ে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধানে এবং কালীর বাজার ইউনিয়েনের সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নির্দিষ্ট সময়ের পর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ মানবিক সংগঠনের সদস্যরা বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিলের শুরুর আগ মুহূর্তে পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে যায়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page