মনির খাঁন, মুরাদনগর প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মুরাদনগর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ধামঘর ইউনিয়নের লক্ষিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপত্বি এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় এ টুর্নামেন্টে অংশগ্রহন করলেও ধারাবাহিক খেলায় জয়লাভ করে ফাইনালে অংশগ্রহন করে ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফাইনালে খেলার শুরুতে প্রথম অংশ নেয় থোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল বনাম পরমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।
পরের খেলায় অংশগ্রহন করেন নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বনাম দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। প্রথম ৫০মিনিটের খেলায় ০-২ গোলে জয়লাভ করে থোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল এবং পরের খেলায় ০-১ গোলে নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল জয়লাভ করে। এসময় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজিউল হক চৌধুরি, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, সৈয়দ সওকত আহাম্মদ, কামাল উদ্দিন খন্দকার, ভিপি জাকির, আব্দুল কাদের প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page