বঙ্গমাতা আদর্শ বাঙ্গালী নারীর জন্য আলোকবর্তিকা -অধ্যক্ষ আবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা।

এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাতা ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। বঙ্গমাতা আমাদের আদর্শ বাঙ্গালী নারীর কাছে অনুপ্রেরণার এক আলোকর্তিকা।

তিনি আরও বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য হচ্ছেন সকল দল-মতের উর্ধ্বে। তাঁরা সমগ্র জাতির অনুপ্রেরণা।

গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবু নাঈম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের প্রভাষক নার্গিস আফরোজ, আয়োজন কমিটির আহবায়ক কাজী মোহাম্মদ ফারুক, পদার্থবিজ্ঞান বিভাগের ক্ষিক মোহাম্মদ মনির হোসেন ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চারু ও কারুকলা বিভাগের প্রভাষক ঝুমুর দাশ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে কলেজ ক্যম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page