বরুড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ উপজেলা প্রশাসনের অভিযান

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে আজ ১৭ই নভেম্বর বেলা ১১টায় গোপন সংবাদের প্রেক্ষিতে বাতাইছড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীর বাল্য বিবাহ হচ্ছে এমন খবরের প্রেক্ষিতে বরুড়া উপজেলা প্রশাসনের অভিযানে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে বাতাইছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্ল্যাহ, বরুড়া থানা পুলিশের এস আই মোঃ শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ইব্রাহিম, উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইকরামুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ করে বরুড়া উপজেলা প্রশাসন।

এই সময় ভিকটিম শিক্ষার্থীর বাবা মা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান বিয়ের অনুষ্ঠানে উপস্থিত মেয়ের মামা ও চাচা কে আটক করে উপজেলায় পরিষদে নিয়ে আসে।তাদের আটকের খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহআলম শিক্ষার্থী ও তার বাবা মা কে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয়ে এই শিক্ষার্থীর ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দিবে না মর্মে মুচলেকা দিয়ে যায়,তার মামা ও চাচা কে ছাড়িয়ে নিয়ে যায়।

এই বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান বলেন বরুড়ায় যেখানেই বাল্য বিবাহ হবে সেখানেই প্রতিরোধ করা হবে,সকলে সরকারের আইন মেনে চলতে হবে,বাল্যবিবাহ এটা জঘন্য অপরাধ এই অপরাধ ঠেকাতে বরুড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা প্রয়োজন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page