আরাফাত হোসেনঃ
কুমিল্লার বরুড়ায় আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল।
এই সময় আরো উপস্থিত ছিলেন ডা. মাহবুব ইবনে মোমেন (জনি), ডা. নোমান সিদ্দিকী, ডা. নির্ঝর ভৌমিক, ডা. নওশাদ আবসার, ডা. শেখ আশফিকুর রহমান, ডা. সিফাত সালেহ, ডা. তাইফুর রহমান, ডা. মেহেদী হাসান, ডা. ইউসুফ রানা, ডা. নুরেন তাসকিন তুলি, ডা. লোপা ঘোষ, ডা. জুলকার নাইন। সিনিয়র স্টাফ নার্স হাসনা হেনা, রওশন আরা বেগম, ফরিদা ইয়াসমিন, সুফিয়া বেগম, মোঃ ইমামুল হাসান আরিফ সহ আরো অনেকে উপস্থিত ছিল।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
আলোচনা সভা অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ও কিশোরদের মাঝে উপহার সামগ্রী ও রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন ডাঃ কামরুল হাসান সোহেল।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও অপারেশন থিয়েটার পরিদর্শন করেন।বরুড়া উপজেলার স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
আরো দেখুন:You cannot copy content of this page