বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সভা, কুমিল্লায় অঞ্চলের নতুন কমিটি গঠন

আলমগীর কবির।।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা অঞ্চলের সাধারণ সভা আজ (২৪ জুলাই) বৃহস্পতিবার সকালে কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত হয়। ডা. মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম নেতা আলী আকবর মাসুমের সঞ্চালনায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পরিবেশ সচেতন ব্যক্তিবর্গ ও সমাজের বিশিষ্টজনরা।

সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন জনাব বদরুল হুদা জেনু। এছাড়াও বক্তব্য দেন আলমগীর খাঁন, অধ্যক্ষ সফিকুর রহমান, আবুল হাসনাত বাবুল, ডা. মো. শাহজাহান, খায়রুল আহসান মানিক, অশোক বড়ুয়া, আব্দুল মতিন সৈকত, শাহজাদা এমরান, অচিন্ত দাস টিটু, রফিকুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আলমাহমুদ শিশির, হুমায়ুন কবির মাসুদ, এডভোকেট শামীমা আক্তার জাহান, জাহিদ হোসেন মামুন, মাহমুদা আক্তারসহ আরও অনেকে।

আলোচনার পর সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক নির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন বদরুল হুদা জেনু, সাধারণ সম্পাদক হন হুমায়ুন কবির মাসুদ। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজাদা এমরান, অচিন্ত দাস টিটু ও আইরিন অধিকারী। কোষাধ্যক্ষ নির্বাচিত হন মাহমুদা আক্তার।

নবনির্বাচিত কমিটির সদস্যরা পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে পরিবেশ আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page