মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
বাহরাইনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের রেমিটেন্সযোদ্ধা মিজানুর রহমান ভুঁইয়া(৩৩) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।
তিনি চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি গ্রামের মরহুম হাজী জাফর আহমেদ মেম্বারের পুত্র। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই যুবলীগ নেতা ইউসুফ আবদুল্লাহ ও ভায়েরা ভাই রেজাউল ইসলাম।
জানা গেছে, প্রবাসী মিজানুর রহমান ভুঁইয়া দুই মাসের ছুটি কাটিয়ে গত ৯ এপ্রিল বাহরাইনে যান। সেখানে গত দুই সপ্তাহ আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। ওই দেশের চিত্রা করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। তাঁর ব্যবহৃত পাসপোর্ট নাম্বার-ইএ ০১২৬৮৮১। তিনি এক মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
বর্তমানে তাঁর স্ত্রী গর্ভবতী। ভাগ্যের নির্মম পরিহাস-অনাগত সন্তানের মুখ দেখতে পারেনি প্রবাসী মিজানুর রহমান ভুঁইয়া। করোনা আক্রান্ত হয়ে মিজানুর রহমানের মৃত্যুতে পরিবারের সদস্যদের কান্না থামছে না। গর্ভবর্তী স্ত্রীকে শান্তনা দেয়ার ভাষা কারও জানা নেই। নিহত প্রবাসী মিজানুর রহমান ভুঁইয়ার লাশ দেশে আনতে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি কামনা করেছেন তাঁর স্বজনরা।
এদিকে প্রবাসী রেমিটেন্সযোদ্ধা মিজানুর রহমান ভুঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সভাপতি সৌদিআরব প্রবাসী মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি ইতালি প্রবাসী আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।