স্টাফ রিপোর্টার।।
বিএনপি ও জামায়াতের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা বিএনপি করেন সমস্যা নেই, জামায়াত করেন সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্য আমরা মেনে নেবো না। আমরা ফ্যাসিবাদবিরোধী ঐক্যে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই।
বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে এনসিপির শোক পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিমান বিধ্বস্তের ঘটনা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, মাইলস্টোনের বিমান দুর্ঘটনা নিয়ে আওয়ামী লীগ আলু পোড়া খেতে এসেছিল। লাশ গুমের গুজব রটিয়ে দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল। সরকারকে বলবো লাশ নিয়ে যেহেতু একটি বিতর্ক সৃষ্টি হয়েছে, সঠিক তথ্য জাতির কাছে পরিষ্কার করতে হবে। বিমান দুর্ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, কুমিল্লায় পরিকল্পিতভাবে মন্দিরে পবিত্র কোরআন রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা অনেকে ভেবেছি আমাদের লড়াই শেষ হয়ে গেছে; কিন্তু না, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।
কুমিল্লা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা। কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল। নিজ যোগ্যতায় চাকরি পায়, নিজ যোগ্যতায় নিজেদের মাথাপিছু ইনকাম বেশি। কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের সময় কুমিল্লায় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সরকারকে বলবো, কুমিল্লার প্রতি নজর দেন। কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা দিতে হবে।’
এসময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক মাজহারুল হানিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভাসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page