
আলমগীর হোসেন।।
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই প্রতিপাধ্যকে সামনে রেখে বিশ্ব মা দিবস উপলক্ষে কুমিল্লায় দুস্থ মাদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ডি কেয়ার এর উদ্যোগে রবিবার বেলা ২ ঘটিকায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও অসহায় দের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ জন দু:স্থ মা’দের আর্থিক সহোযোগীতা প্রদান করেন কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক জেসমিন আরাসহআরও অনেকে।