জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলাকে আনুষ্ঠানিকভাবে পৌরসভা হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২-এর ৯(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নতুন ঘোষিত বুড়িচং পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক পৌরসভার সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।
একইসঙ্গে বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভাজন ও সীমানা নির্ধারণ বিষয়েও আরেকটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-কে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ওয়ার্ড বিভাজন ও প্রশাসনিক কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে কুমিল্লা জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক তানভীর হোসেন বলেন, “মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। আইন ও নির্দেশনা অনুযায়ী অতি দ্রুত কাজ শুরু করা হবে।”
আরো দেখুন:You cannot copy content of this page