০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজয় ২৪ হলের কক্ষে বহিরাগত নারী-পুরুষ; শিক্ষার্থীরা বিব্রত কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যাকাণ্ডে মৌন মিছিল কুমিল্লায় রেললাইনের পাশে যুবকের মরদেহ; হত্যা নাকি দূর্ঘটনা ! “নিউজটা ডিলেট করা যায় কি?”-ওসি কোতয়ালি কুমিল্লার মা–মেয়ে হত্যাকাণ্ড; প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন! কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে কিশোর নিহত কুমিল্লায় ধর্ষণের বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মাকে খুন; মূলহোতা মোবারক গ্রেফতার পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে

বুড়িচংকে পৌরসভা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, ইউএনও নিয়োগ পেলেন প্রশাসক

  • তারিখ : ০৭:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 49

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলাকে আনুষ্ঠানিকভাবে পৌরসভা হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২-এর ৯(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নতুন ঘোষিত বুড়িচং পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক পৌরসভার সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

একইসঙ্গে বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভাজন ও সীমানা নির্ধারণ বিষয়েও আরেকটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-কে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়ার্ড বিভাজন ও প্রশাসনিক কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে কুমিল্লা জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক তানভীর হোসেন বলেন, “মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। আইন ও নির্দেশনা অনুযায়ী অতি দ্রুত কাজ শুরু করা হবে।”

error: Content is protected !!

বুড়িচংকে পৌরসভা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, ইউএনও নিয়োগ পেলেন প্রশাসক

তারিখ : ০৭:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলাকে আনুষ্ঠানিকভাবে পৌরসভা হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২-এর ৯(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নতুন ঘোষিত বুড়িচং পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক পৌরসভার সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

একইসঙ্গে বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভাজন ও সীমানা নির্ধারণ বিষয়েও আরেকটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-কে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়ার্ড বিভাজন ও প্রশাসনিক কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে কুমিল্লা জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক তানভীর হোসেন বলেন, “মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। আইন ও নির্দেশনা অনুযায়ী অতি দ্রুত কাজ শুরু করা হবে।”