বুড়িচংয়ে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধে শিগগিরই অভিযান- ইউএনও বুড়িচং

জহিরুল হক বাবু।।
অবৈধ ডায়গনস্টিক সেন্টার বা রোগ নির্ণয় কেন্দ্রে গিয়ে প্রতিদিনই প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। এ সকল অবৈধ ডায়গনস্টিক সেন্টারগুলো নিয়ম নীতি না মেনে পরিচালিত হচ্ছে। তাই অনুমোদনহীন এ সকল অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে অভিযান পরিচালিত হবে। এছাড়া বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

বুধবার (২১ মে) কুমিল্লার বুড়িচং উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সভায় আরো জানানো হয়, বুড়িচং উপজেলায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ, মেয়াদোত্তীর্ণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপ ও আসন্ন ঈদুল আযহাকের সামনে রেখে বিভিন্ন গরুর হাটে জাল নোট ও প্রতারকদের সনাক্তকরণ এবং কুরবানীর পর চামরা পাচার রোধে কাজ করবে প্রশাসন।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মালেকূল আফতাব ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলিফ আহমেদ অক্ষর, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ তানভীর হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, বুড়িচং থানার প্রতিনিধি এস আই নূরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ মীর হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ আহমদ উল্লাহ, বিজিবি খারেরা বিওপির কোম্পানী কমান্ডার আনোয়ার হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাসেল সারোয়ার, উপজেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা যোবায়ের হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধূরী, পল্লী বিদ্যূৎতের এজিএম আশরাফুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হাবীবুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হক, বাকশীমুল ইউনিয়নের আয়েশা মেম্বার, ষোলনল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page