বুড়িচংয়ে খামার ব্যবস্থাপনা ও সম্প্রসারণ বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক কর্মশালার উদ্বোধন

জহিরুল হক বাবু।।
“দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে দরিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক ও প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট তৃতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় সমন্বিত খামার ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্ত বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধি জামশেদ আলম।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৪০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদসহ বিভিন্ন প্রনোদনা প্রদান করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page