বুড়িচংয়ে ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন সুলতান মাহমুদ পলাশ

আক্কাস আল মাহমুদ হয়দ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুলতান মাহমুদ পলাশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তিনি এসএমজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
(৮ এপ্রিল ২০২৫) মঙ্গলবার ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসস পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠিত মিলাদ মাহফিলের প্রধান অতিথি ছিলেন অত্র স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠাতা আব্দুল মতিনের সন্তান অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বাবুল মাস্টার, বিদ্যালযের সাবেক সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন মাস্টার,সম্মানিত অতিথি ছিলেন এসএমজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও অত্র স্কুলের আজীবন দাতা সদস্য এম সুলতান মাহমুদ পলাশ।

অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালনায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক অভিভাবক সদস্য গোলাম সামদানী,সাবেক দাতা সদস্য বাবুল হোসেন মাসুদ,স্বপন কুমার সাহা, মোহাম্মদ জাকির হোসেন,মানিক মিয়া,শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হোসেন আলী,শাহানারা মাস্টার, কাজী সায়মা আক্তার,মোস্তাক আহমেদ, রুনা বেগম,সেলিম হোসেন,আবু কাউছার,অফিস সহকারী কবি নজরুল ইসলাম। বিদায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ছাত্র মাহি ইবনে হোসেন,বক্তব্য রাখেন পরীক্ষার্থী সুমাইয়া আক্তার ও নবম শ্রেণীর ছাত্রী চাঁদনী আক্তার। মিলাদ মাহফিলের মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলনা মো.মোজাম্মেল হক। এবছর উক্ত বিদ্যালয় থেকে ৮৩ জন শিক্ষার্থ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। অনুষ্ঠান শেষে ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ জন দরিদ্র মেধাবী পরীক্ষার্থীকে ফরমফিলাপের দায়িত্ব নেন সুলতান মাহমুদ পলাশ।

সুলতান মাহমুদ পলাশেরর কাছ থেকে জানা যায়,তিনি ছয়গ্রাম উচ্চ বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য হয়ে এ এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া খরচের দায়িত্ব নিয়েছেন। এছাড়াও তিনি এ সমাজের হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেছেন,এ সমাজের অবহেলিত,হতদরিদ্র ও গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়াই একমাত্র তার লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি যেন তার ভালো কর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকতে পারেন সেজন্য সকলের নিকট সহযোগীতা ও দোয়া কামনা করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page