বুড়িচংয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জহিরুল হক বাবু।।
সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচংয়ে ৬ থেকে ৫৯ মাস বয়সি ৫৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকালে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদেরকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মালেকুল আফতাব।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইনে বুড়িচং উপজেলায় স্থায়ী অস্থায়ী মিলে সর্ব মোট ২১০ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাসের ৭ হাজার ও ১২ থেকে ৫৯ মাস ৪৭ হাজার ৫০০শিশুকে ভিটামিন এ প্লাস এর আওতায় আনার লক্ষে ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মালেকুল আফতাব।বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের রাতকানা, অন্ধত্ব প্রতিরোধসহ বিভিন্ন রোগ থেকে বাঁচানো সম্ভব। ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এছাড়াও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিশুদের অভিভাবকদের নানারকম পরামর্শ দেওয়া হচ্ছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page