জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় দখলকৃত খাল ও জলাশয় উদ্ধারে অভিযান শুরু করেছে প্রশাসন।
এর অংশ হিসেবে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।
অভিযানে কুসুমপুর খাল দখলমুক্ত করা হয় এবং খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়। এছাড়া মহাসড়কের পাশের দখল হওয়া ড্রেন ও নালা দখলমুক্ত করার কাজও পরিচালিত হয়।
খালের প্রয়োজনীয়তা ও দখলমুক্ত অভিযানের গুরুত্ব তুলে ধরে ইউএনও তানভীর হোসেন বলেন, “খাল শুধু পানির প্রবাহের মাধ্যম নয়, বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দখল ও আবর্জনায় খাল ভরাট হলে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি জলাবদ্ধতার শিকার হয়, পরিবেশও নষ্ট হয়। তাই খাল দখলমুক্ত করা এবং নিয়মিত পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব।”
তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা ও জলাবদ্ধতা হ্রাস, এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতেও উপজেলার অন্যান্য এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল পরিষ্কার হওয়ায় বর্ষার সময় আর পানি উপচে রাস্তায় উঠবে না, ফলে যাতায়াত ও কৃষিকাজে সুবিধা হবে।