০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা

বুড়িচংয়ে নিম্ন আয়ের নারীদের মাঝে ভিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ

  • তারিখ : ০৩:৪৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 385

জহিরুল হক বাবু।।

কুমিল্লার বুড়িচংয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিম্ন আয়ের নারীদের মাঝে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) প্রকল্পের কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া আফরিন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সদর ইউনিয়ন পরিষদের সচিব এটিএম কবির, ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এবার বুড়িচং সদর ইউনিয়নে ২০২৫-২০২৬ চক্রের জন্য মোট ১৬২টি কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিটি কার্ডধারী নারী আগামী দুই বছর প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “সরকারের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক ও অসচ্ছল মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা। এই ভিডব্লিউবি কর্মসূচি নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক সহায়তা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের প্রতিটি উদ্যোগের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সাধারণ মানুষ। তাই এই সুবিধা কাজে লাগিয়ে নিজের জীবনমান উন্নয়নে সচেষ্ট হতে হবে।”

উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সামাজিক নিরাপত্তা উদ্যোগ, যা গ্রামীণ দুঃস্থ ও অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করছে।

error: Content is protected !!

বুড়িচংয়ে নিম্ন আয়ের নারীদের মাঝে ভিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ

তারিখ : ০৩:৪৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।

কুমিল্লার বুড়িচংয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিম্ন আয়ের নারীদের মাঝে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) প্রকল্পের কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া আফরিন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সদর ইউনিয়ন পরিষদের সচিব এটিএম কবির, ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এবার বুড়িচং সদর ইউনিয়নে ২০২৫-২০২৬ চক্রের জন্য মোট ১৬২টি কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিটি কার্ডধারী নারী আগামী দুই বছর প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “সরকারের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক ও অসচ্ছল মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা। এই ভিডব্লিউবি কর্মসূচি নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক সহায়তা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের প্রতিটি উদ্যোগের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সাধারণ মানুষ। তাই এই সুবিধা কাজে লাগিয়ে নিজের জীবনমান উন্নয়নে সচেষ্ট হতে হবে।”

উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সামাজিক নিরাপত্তা উদ্যোগ, যা গ্রামীণ দুঃস্থ ও অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করছে।