বুড়িচংয়ে প্রবাসীদের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও উপহার বিতরণ

মারুফ আহমেদ।।
কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এলাকার নারায়নসার গ্রামের একদল প্রবাসী কর্তৃক মানবিক সংগঠন ‘নারায়নসার প্রবাসী কল্যাণ সংস্থা’।

সংগঠনটির আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার সকালে নারায়নসার বড় বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

নারায়নসার প্রবাসী কল্যাণ সংস্থা’র উপদেষ্টা মন্ডলীর সভাপতি আমেরিকান সিটিজেন মো: শাহ আলম এর নির্দেশনায় সিনিয়র সহ-সভাপতি মো: আবু তাহের কন্ট্রাক্টর এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়নসার প্রবাসী কল্যাণ সংস্থার সহ-সভাপতি সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, ফজলুল হক লাকী, সাকুরা জুয়েলার্স এর স্বত্বাধিকারী আবুল কালাম, ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, বড় বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, লন্ডন প্রবাসী আক্তার আমিন, শহিদুল ইসলাম।

রূপালী ব্যাংকের ডিজিএম, পিএলসি মোঃ মিজানুর রহমান, নারায়নসার প্রবাসী কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আবু ইউসুফ প্রমুখ।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, নারায়নসার প্রবাসী কল্যান সংস্থার কেন্দ্রীয় সভাপতি আমেরিকান সিটিজেন মো. অলি উল্লাহ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, প্রভাষক আব্দুল কাইয়ুম, রিয়াজ উদ্দিন বাবলু, মামুন আল সৈকত।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নারায়নসার প্রবাসী কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক শফিকুল ইসলাম মনির, রফিকুল ইসলাম মাস্টার, মোঃ দুলাল হোসেন, রেজাউল করিম পারভেজ, শাহ আলম মোল্লা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে নারায়নসার গ্রামের সকল মসজিদের ইমাম এবং খতিবদের সম্মাননায় ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়াও দরিদ্র অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

উল্লেখ্য, নারায়নসার প্রবাসী কল্যাণ সংস্থার মূল উদ্দেশ্য, গরীব অসহায়, দুস্থ, অসচ্ছল জনগোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করা, অসুস্থ অসহায় ব্যাক্তিদের চিকিৎসা সহায়তা করা, গরীব অসহায়দের বিবাহের জন্য সহযোগিতা, রক্ত দান ও শিক্ষা খ্যাতে পিছিয়ে পড়া ব্যাক্তিদের পড়া-লেখা আগ্রহী করে তাদের সহায়তা করা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page