০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা

বুড়িচংয়ে ফুটপাত দখল উচ্ছেদ ও ভেজাল বিরোধী অভিযান; জরিমানা আদায়

  • তারিখ : ১০:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 247

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে যানজট নিরসন ও ভেজাল প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর হোসেন।

অভিযান চলাকালে বাজারের ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে এক হাজার টাকা এবং একটি সিএনজি চালিত অটোরিকশাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভেজাল বিরোধী অভিযানে স্থানীয় দুটি মিষ্টির দোকানে অনিয়ম ধরা পড়ে। নান্টু ঘোষের মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা এবং মুসলিম মিষ্টি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহায়তা করে।

এ প্রসঙ্গে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর হোসেন বলেন, “বাজারে জনগণের ভোগান্তি কমাতে এবং ভেজালমুক্ত খাদ্যপণ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অবৈধভাবে ফুটপাত দখল করলে কিংবা ভেজাল খাদ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় ক্রেতা ও পথচারীরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযানের ফলে বাজারে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরছে। তবে অভিযান কেবল সাময়িক নয়, ধারাবাহিকভাবে চালিয়ে গেলে তারা আরও স্বস্তি পাবেন।

error: Content is protected !!

বুড়িচংয়ে ফুটপাত দখল উচ্ছেদ ও ভেজাল বিরোধী অভিযান; জরিমানা আদায়

তারিখ : ১০:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে যানজট নিরসন ও ভেজাল প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর হোসেন।

অভিযান চলাকালে বাজারের ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে এক হাজার টাকা এবং একটি সিএনজি চালিত অটোরিকশাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভেজাল বিরোধী অভিযানে স্থানীয় দুটি মিষ্টির দোকানে অনিয়ম ধরা পড়ে। নান্টু ঘোষের মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা এবং মুসলিম মিষ্টি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহায়তা করে।

এ প্রসঙ্গে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর হোসেন বলেন, “বাজারে জনগণের ভোগান্তি কমাতে এবং ভেজালমুক্ত খাদ্যপণ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অবৈধভাবে ফুটপাত দখল করলে কিংবা ভেজাল খাদ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় ক্রেতা ও পথচারীরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযানের ফলে বাজারে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরছে। তবে অভিযান কেবল সাময়িক নয়, ধারাবাহিকভাবে চালিয়ে গেলে তারা আরও স্বস্তি পাবেন।