০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা

বুড়িচংয়ে বাজারের জায়গার দখল দিতে ৩ জনকে কুপিয়ে আহত

  • তারিখ : ০৯:৪৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 1161

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বাজারের জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জামাল হোসেনসহ তার দুই ভাই গুরুতর আহত হয়েছেন। হামলাকারী সাইফুল ইসলাম রিপন ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব।

এই ঘটনায় আহত বিএনপি নেতার ভাই আমির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন।

আহত বিএনপি নেতা জামাল হোসেন বলেন, তিনি ও তার ভাইয়েরা বুড়িচং উপজেলার ভরাসার বাজারে পৈত্রিক একটি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিল।
সম্প্রতি সময়ে ভরাসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম রিপন তার ভাই রতন ও মঞ্জুসহ বেশ কয়েকজন লোক ওই দোকানটি দখলের পাঁয়তারা চালায়।

শনিবার (১৬ আগস্ট) সকালে যুবদল নেতা সাইফুল ইসলাম রিপন ও তার লোকজন জোরপূর্বক ওই স্থানটিতে ঘর নির্মাণ শুরু করেন। এতে তিনি বাধা দিলেন তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। খবর পেয়ে জামাল হোসেনের ভাই মুজিবুর রহমান, দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আহতদের মধ্যে ২জন বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ও গুরুতর আহত জামাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় আহত জামাল হোসেনের ভাই আমির হোসেন বাদী হয়ে রবিবার (১৭ আগস্ট) সাইফুল ইসলাম রিপনসহ তিনজনের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা সাইফুল ইসলাম রিপন অভিযোগ অস্বীকার করে বলেন, “স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমি ওই জায়গার দখল পাই। শনিবার সকালে সেখানে ঘর নির্মাণ শুরু করলে জামাল হোসেন ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ও আমার ভাইও আহত হই।”

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আমির হোসেন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

error: Content is protected !!

বুড়িচংয়ে বাজারের জায়গার দখল দিতে ৩ জনকে কুপিয়ে আহত

তারিখ : ০৯:৪৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বাজারের জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জামাল হোসেনসহ তার দুই ভাই গুরুতর আহত হয়েছেন। হামলাকারী সাইফুল ইসলাম রিপন ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব।

এই ঘটনায় আহত বিএনপি নেতার ভাই আমির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন।

আহত বিএনপি নেতা জামাল হোসেন বলেন, তিনি ও তার ভাইয়েরা বুড়িচং উপজেলার ভরাসার বাজারে পৈত্রিক একটি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিল।
সম্প্রতি সময়ে ভরাসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম রিপন তার ভাই রতন ও মঞ্জুসহ বেশ কয়েকজন লোক ওই দোকানটি দখলের পাঁয়তারা চালায়।

শনিবার (১৬ আগস্ট) সকালে যুবদল নেতা সাইফুল ইসলাম রিপন ও তার লোকজন জোরপূর্বক ওই স্থানটিতে ঘর নির্মাণ শুরু করেন। এতে তিনি বাধা দিলেন তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। খবর পেয়ে জামাল হোসেনের ভাই মুজিবুর রহমান, দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আহতদের মধ্যে ২জন বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ও গুরুতর আহত জামাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় আহত জামাল হোসেনের ভাই আমির হোসেন বাদী হয়ে রবিবার (১৭ আগস্ট) সাইফুল ইসলাম রিপনসহ তিনজনের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা সাইফুল ইসলাম রিপন অভিযোগ অস্বীকার করে বলেন, “স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমি ওই জায়গার দখল পাই। শনিবার সকালে সেখানে ঘর নির্মাণ শুরু করলে জামাল হোসেন ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ও আমার ভাইও আহত হই।”

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আমির হোসেন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”