জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ের ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৯ লক্ষ টাকা মূল্যের গাঁজাসহ একটি সিএনজি চালিত অটো রিকশা ও একজন মাদক কারবারিকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি।
শনিবার (১০ মে) বিকেলে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান স্বাক্ষরি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, কুমিল্লা জেলার ভারতীয় সীমান্তবর্তী বুড়িচং উপজেলার খারেরা বিওপি’র একটি টহল দল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি সিএনজি চালিত অটো রিকশায় থাকা ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মাদক ও যানবাহনের আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ৫ হাজার টাকা।
আটককৃত মাদক কারবারি হলো- বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের মৃত. আব্দুল মজিদ মিয়ার ছেলে মোঃ কবির হোসেন (৪০)। বিজিবি আরো জানায়, আসামীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, উদ্ধারকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্যাটালিয়ন সদরে জমা করে পরবর্তীতে ধ্বংসের ব্যবস্থা গ্রহণ করা হবে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা রক্ষায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এই অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় অবৈধ মাদক পাচার রোধে বিজিবির প্রতিশ্রুতির আরেকটি বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরো দেখুন:You cannot copy content of this page