স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজারে এক ব্যবসায়ীকে মসজিদের ভেতরে ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বাজারের ব্যবসায়ী, স্থানীয় সংগঠন ইউনাইটেড ইউথ এবং সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় প্রায় ৮ শতাধিক মানুষ।
এসময় বক্তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, হামলাকারী সুমনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম রেললাইন অবরোধের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন আহত সায়মন রেজার মামা ইঞ্জিনিয়ার হোসেন, রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা, মসজিদের খতিব শাহাজাহান সারোয়ার, ইমাম হাফেজ আবু হানিফ লিকসন, ইউপি সদস্য মিজানুর রহমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, সমাজসেবক আনিছুর রহমান, এনসিপি নেতা সোহেল রানা, ছাত্রদল নেতা আশিক খান, ব্যবসায়ী মোমেন খান, আহসান জুবায়ের নান্নু, সাদ্দাম হোসাইন খান, এবি পার্টি নেতা জাকির হোসেন ভূঁইয়া ও জুয়েল খানসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত শনিবার এশার নামাজের সময় শংকুচাইল উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ভেতর সায়মন টেলিকমের মালিক মো. সায়মন রেজাকে (২৮) ছুরিকাঘাত করা হয়। এতে তার কিডনি ছিদ্র হয়ে গুরুতর অবস্থায় চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সংকটাপন্ন।
স্থানীয়দের দাবি, হামলাকারী সুমন একজন মাদক কারবারি এবং দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মসজিদের মতো পবিত্র জায়গায় রক্তপাতের ঘটনা গভীর উদ্বেগজনক। এখনই ব্যবস্থা না নিলে এরকম ঘটনা বারবার ঘটবে। আমরা নিরাপত্তা চাই, বিচার চাই।”