০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে মাদকবিরোধী আলোচনার জেরে পাঁচজনকে কুপিয়ে আহতের অভিযোগ কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামের নোয়াবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত দাউদকান্দিতে রাইট টক অফ বাংলাদেশের নতুন নেতৃত্ব কমিটি ঘোষণা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু, পথচারী গুরুতর আহত ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীর ঘর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা মডেল বহুমুখি সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল, সদস্য সচিব জামাল আইইবি কুমিল্লা কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বুড়িচংয়ে মাদকবিরোধী আলোচনার জেরে পাঁচজনকে কুপিয়ে আহতের অভিযোগ

  • তারিখ : ১০:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 1128

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচংয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের লক্ষ্যে জুমার খুতবায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানোকে কেন্দ্র করে পাঁচজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ময়নামতি ইউনিয়নের কাচারীতলা ডেলমন অটো ব্রিকস ফিল্ডের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সৈয়দ মফিজুল ইসলাম এ ঘটনায় শনিবার সকালে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাচারীতলা গ্রামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চলছিল। এতে যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছিল। এ পরিস্থিতিতে এলাকার সচেতন লোকজন আলোচনায় বসে এবং জনসচেতনতা তৈরির উদ্যোগ নেয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পূর্বে কাচারীতলা মদিনা মোনাওয়ারা জামে মসজিদের ইমাম খুতবায় মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বক্তব্য দেন। তিনি মুসল্লিদের মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

পরে জুমার নামাজ শেষে কিছু মুসল্লি নিকটবর্তী এক মাদক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তাদেরকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে ফিরে আসেন।

এরপর একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাচারীতলা গ্রামের ব্যবসায়ী সৈয়দ মফিজুল ইসলাম, মোঃ দিদার, সৈয়দ মোঃ জুয়েল, সৈয়দ শরীফ, মোঃ রাহাদ এবং মসজিদের ইমাম ক্যান্টনমেন্ট থেকে নিজ নিজ বাড়িতে ফেরার পথে সশস্ত্র হামলার শিকার হন।

হামলাকারীরা হলেন- একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ রোমান ও মোঃ সুমন, মোঃ সৌরভ, মৃত আব্দুল আজিজের স্ত্রী ভেলা বিবি, মনির হোসেনের স্ত্রী জেসমিন বেগম, মোঃ সৌরভের স্ত্রী জোসনা বেগমসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন। তারা দলবদ্ধ হয়ে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

এ সময় মোঃ দিদার, সৈয়দ মোঃ জুয়েল, সৈয়দ শরীফ, মোঃ রাহাদ ও সৈয়দ মফিজুল ইসলাম গুরুতর আহত হন। আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে প্রতিপক্ষ সুমনের মোবাইল ফোনে যোগাযোগ করলে তার বোন জেসমিন আক্তার ফোন রিসিভ করে হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এই ঘটনায় বরং তার ভাই সুমন, রোমান ও বোন জোসনা বেগমকে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে। এছাড়াও তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তারাও বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “আমরা উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

error: Content is protected !!

বুড়িচংয়ে মাদকবিরোধী আলোচনার জেরে পাঁচজনকে কুপিয়ে আহতের অভিযোগ

তারিখ : ১০:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচংয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের লক্ষ্যে জুমার খুতবায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানোকে কেন্দ্র করে পাঁচজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ময়নামতি ইউনিয়নের কাচারীতলা ডেলমন অটো ব্রিকস ফিল্ডের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সৈয়দ মফিজুল ইসলাম এ ঘটনায় শনিবার সকালে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাচারীতলা গ্রামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চলছিল। এতে যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছিল। এ পরিস্থিতিতে এলাকার সচেতন লোকজন আলোচনায় বসে এবং জনসচেতনতা তৈরির উদ্যোগ নেয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পূর্বে কাচারীতলা মদিনা মোনাওয়ারা জামে মসজিদের ইমাম খুতবায় মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বক্তব্য দেন। তিনি মুসল্লিদের মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

পরে জুমার নামাজ শেষে কিছু মুসল্লি নিকটবর্তী এক মাদক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তাদেরকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে ফিরে আসেন।

এরপর একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাচারীতলা গ্রামের ব্যবসায়ী সৈয়দ মফিজুল ইসলাম, মোঃ দিদার, সৈয়দ মোঃ জুয়েল, সৈয়দ শরীফ, মোঃ রাহাদ এবং মসজিদের ইমাম ক্যান্টনমেন্ট থেকে নিজ নিজ বাড়িতে ফেরার পথে সশস্ত্র হামলার শিকার হন।

হামলাকারীরা হলেন- একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ রোমান ও মোঃ সুমন, মোঃ সৌরভ, মৃত আব্দুল আজিজের স্ত্রী ভেলা বিবি, মনির হোসেনের স্ত্রী জেসমিন বেগম, মোঃ সৌরভের স্ত্রী জোসনা বেগমসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন। তারা দলবদ্ধ হয়ে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

এ সময় মোঃ দিদার, সৈয়দ মোঃ জুয়েল, সৈয়দ শরীফ, মোঃ রাহাদ ও সৈয়দ মফিজুল ইসলাম গুরুতর আহত হন। আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে প্রতিপক্ষ সুমনের মোবাইল ফোনে যোগাযোগ করলে তার বোন জেসমিন আক্তার ফোন রিসিভ করে হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এই ঘটনায় বরং তার ভাই সুমন, রোমান ও বোন জোসনা বেগমকে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে। এছাড়াও তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তারাও বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “আমরা উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”