বুড়িচংয়ে যুবলীগ নেতার নেতৃত্বে ছাত্রদল নেতার অফিসে হামলা ও ভাঙচুর

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে যুবলীগ নেতার নেতৃত্বে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এর অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও বুড়িচং সদর এলাকার শফিকুর রহমান ভূঁইয়ার ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া বুড়িচং উত্তর বাজারে রাজনৈতিক অফিস পরিচালনা করে আসছিল।

অন্যদিকে হামলাকারীরা জুলাই আগস্ট এর পর থেকে ইকবাল হোসেনকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসে।

মঙ্গলবার ১ এপ্রিল রাত ১০ টায় বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের ছাত্রলীগ, যুবলীগের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইকবাল হোসেনের অফিসে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা অফিসে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, চেয়ার-টেবিল, দরজা জানালা ও থাই গ্লাস ভাঙচুর করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।

এ বিষয়ে ছাত্রদল নেতা ইকবাল হোসেন বলেন, রাতে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দীনের গ্রামের বাড়ি বাগড়া এলাকায় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনমিলনী অনুষ্ঠানে ছিলেন। এর মধ্যে মোবাইল ফোনে খবর পান তার অফিস ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় ২ এপ্রিল বুধবার বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

এদিকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত যুবলীগ নেতা পলাতক রয়েছে। তার মোবাইল ফোনে কল দিয়েও ঘটনার বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page