বুড়িচংয়ে যুবলীগ সভাপতি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ মামলার আসামী, ইয়াবা মামুন গ্রেফতার

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে কুখ্যাত মাদক সম্রাট, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী, ইউনিয়ন যুবলীগের সভাপতি, ৮ মামলার আসামি ইয়াবা মামুনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার রাতে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামুন ময়নামতি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান এর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামী মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে ২০২৪ সালের নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, ভাঙচুর ও কেন্দ্র দখলের ঘটনায় মামলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় মামলা, মাদক, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনসহ অন্তত ৮ মামলা রয়েছে। গ্রেফতারকৃত মামুন বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

জানা যায়, যুবলীগ নেতা মামুন দেশের দ্বিতীয় বৃহত্তম নিমসার সবজি বাজারের ইজারার নামে দেশের বিভিন্ন প্রান্তে ইয়াবা সাপ্লাই করে আসতো। যার কারনে তার নামের সাথে ইয়াবা মামুন যোগ হয়। এছাড়াও তার দুই স্ত্রী, ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের নামেও একাধিক মামলা রয়েছে।

৫ ই আগস্ট এর পরে মামুন গা ঢাকা দেয়। সম্প্রতি সময়ে এলাকায় এসে কর্মকাণ্ড চালাতে থাকে। তার গ্রেপ্তারের খবরে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page