নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচংয়ে যুব অধিকার পরিষদের নব ঘোষিত কমিটির পরিচিতি সভা ও গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে বুড়িচং গণঅধিকার পরিষদ কার্যালয়ে উপজেলা যুব অধিকার পরিষদ এর নব গঠিত কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে পরিচিতি সভা ও গণসংযোগ এবং লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদ এর সভাপতি দেলোয়ার হোসেন।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ এর ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃজসিম উদ্দিন এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা মাছুম।
বুড়িচং উপজেলা ছাত্র অধিকার পরিষদ এর সাবেক সভাপতি মোঃ শরিফ ও বুড়িচং উপজেলা যুব অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক আবু কাউছার তাজ এর যৌথ সঞ্চালন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা দক্ষিণ এর সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল হক সেলিম ভুঁইয়া, গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা যুব অধিকার পরিষদ এর নারী ও শিশু বিষয় সম্পাদক কানিজন ফাতেমা মুন্নী, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, ক্রীয়া সম্পাদক জাহিদ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ,বুড়িচং উপজেলা ছাত্র অধিকার পরিষদ এর সাবোক সাধারণ সম্পাদক জাস্টিস চৌধুরীসহ বুড়িচং উপজেলা গণঅধিকার পরিষদ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।
যুব অধিকার পরিষদের নব ঘোষিত কমিটির পরিচিতি সভা শেষে বুড়িচং সদর বাজারে দলীয় লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন নেতৃবৃন্দরা।