বুড়িচংয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক দিবস উদযাপন

কাজী খোরশেদ আলম।।
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে বুডিচং উপজেলা চত্ত্বর থেকে একটি র‍্যালী হতাশার মোড়, নিউমার্কেট ও হাসপাতাল মোড় হয়ে বসুন্ধরা মোড়ে এসে শেষ হয়।

ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব সোনিয়া হক।

বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কুমিল্লা জেলা উত্তর সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান।

ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি নসরুল্লাহ মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ তাজুল ইসলাম, ফেডারেশনের উপজেলা সহসভাপতি মোঃ শাহিন হোসাইন ভূইয়া, বুড়িচং সদর ইউনিয়ন সভাপতি হাফেজ মোঃ রুহুল আমিন, সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, ষোলনল ইউনিয়ন সভাপতি মোঃ সোলেমান পাটোয়ারী, রাজাপুর ইউনিয়ন সভাপতি মোঃ জালাল হোসেন খান, বাকশিমুল ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ খলিলুর রহমান, পীরযাত্রাপুর ইউনিয়ন সভাপতি মোঃ ইব্রাহিম, শ্রমিকনেতা মোঃ ইসমাঈল, মোঃ ইউসুফ, সাইফুল ইসলাম, মোঃ আছাঙ্গীর প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page