বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে “গাছ লাগান- পরিবেশ বাঁচান” এই আহ্বানে সেইভ দ্য চাইল্ড এন্ড উইমেন, কুমিল্লার উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪টায় উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে আম,কাঁঠাল,পেয়ারা,কট বেল,কাঠ বাদাম সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ ও স্কুলের সামনে বৃক্ষ রোপণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা সেইভ দ্য চাইল্ড এন্ড উইমেন, কুমিল্লার চেয়ারম্যান সাংবাদিক মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু মোতালেব।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা কমিটির সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সহ-সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সংগঠনের প্রধান সমন্বয়কারী কবি রানা হাসান ও পরিচালক, ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সোহেল।
এসময় উপস্থিত ছিলেন, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা: সেলিনা আক্তার, সহকারী শিক্ষিকা উম্মেহানি ডালিয়া, শাম্মী আক্তার সুলতানা, মোসাঃ তাছলিমা আক্তার এবং দাতা সদস্য (মরহুম সফিকুর রহমানের মেয়ে) মাছুমা আক্তার প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page