বুড়িচংয়ে ৩০ কেজি গাঁজাসহ মা-মেয়েসহ ৫ মাদক কারবারি আটক

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ মা-মেয়েসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া-ছিনাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মাদক পাচারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে স্থানীয়রা সন্দেহভাজন মনে করে ধাওয়া দেয়। পরে অটোরিকশাটি আটক করে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং পাঁচজনকে আটক করা হয়।

পরে খবর পেয়ে খারেরা বিওপির বিজিবি সদস্য এবং বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) আল আমিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার ও অটোরিকশাটি জব্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— উত্তর আনন্দপুর গ্রামের হাবিল মিয়ার ছেলে জেনারুল হোসাইন জেনু (৩৪), দক্ষিণ আনন্দপুর গ্রামের নোয়াব মিয়ার ছেলে মো. রুবেল (৩৫), পাঁচোড়া গ্রামের আব্দুল ওয়াসেদ মিয়ার মেয়ে আসমা আক্তার (২০), মাশরা গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম (৫০) ও তাদের মেয়ে জাহানারা বেগম (৩৬)।

ওসি আজিজুল হক আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক প্রতিরোধ অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page