জহিরুল হক বাবু।।
সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব ‘‘বৈশাখী উৎসব ১৪৩২’’ উদযাপন করা হয়েছে।
আনন্দ শোভাযাত্রা, পান্তা-ইলিশ খাওয়া, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠাণের মধ্য দিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষ এবং বুড়িচং আনন্দ পাইটল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা ও সর্বশেষ বাঙালির ঐতিহ্যবাহী খাবার ভর্তা-ভাজির সাথে পান্তা ভাত, ইলিশ খাবারেরর আয়োজন করা হয়।
সকাল ১০ টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি সোনিয়া হক, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, সমবায় কর্মকর্তা মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মোঃ কফিল উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মোঃ ফয়েজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আরো দেখুন:You cannot copy content of this page