স্টাফ রিপোর্টার।।
প্রতি বছর ঘুরে ঘুরে চলে আসে আমাদের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানে এক অনাবিল উল্লাস ও উচ্ছ্বাসের ঝর্ণাধারা। এক মাস সিয়াম সাধনার পর ঈদের সকাল যেন রঙিন হয়ে ওঠে ছোট-বড় সবার কাছেই। এই আনন্দ পরিলক্ষিত হয় সবার ভিতর কিন্তু প্রবাসীরা যারা দেশের বাহিরে থাকে তাদের কাছে ঈদের জামাত শেষ হতেই বাকিটা দিন পানসে হয়ে যায়, তাই প্রবাসিদের বিভিন্ন সংগঠন করে থাকে ঈদ উৎসব।
এরই ধারাবাহিকতায় ফ্রান্সের প্যারিসে প্রাণকেন্দ্রে লুভর মিউজিয়াম সংলগ্ন পার্কে ইপিএস কমিটির উদ্যোগে যৌথ ভাবে আয়োজন করা হয় “ঈদ উৎসব ও বাচ্চাদের ঈদ সেলামি ২০২৫” ঈদ সেলামিতে উপস্থিত শিশু কিশোর হামদ- নাত, কোরআন তেলোয়াত ও কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণ করেন। প্রায় ১৫০ এর অধিক শিশুর উপস্থিতির মধ্যে ৮৬ জন শিশুকে উপহার প্রদান করা হয়েছে, প্রত্যাশার চেয়ে বেশি শিশু উপস্থিত হওয়াতে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানান অভিভাবকদের এবং ভবিষ্যতে সকলকে নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করার আহবান করেন।
অনুষ্ঠানটি ইপিএস কমিউনিটির সাধারণ সম্পাদক এবং অনলাইন পোর্টাল মতামত এর প্রেসিডেন্ট চৌধুরি মারূফ অমিত এর সন্চালনায় খুব সুন্দরভাবে পরিচালিত হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো বিনামূল্যে পারিবারিক র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
যৌথভাবে আয়োজিত সংগঠনগুলো হলো- ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স, বুড়িচং এসোসিয়েশন ইন ফ্রান্স (বাফ), বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স, রূগ্রুপমো ফ্যামিলিয়াল কমিউনিটি ইন ফ্রান্স ও নড়াইল জেলা এসোসিয়েশন ফ্রান্স।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উদীয়মান তরুণ উদ্যোক্তা, ইউনিয়ন মার্ট এর সমন্বয়ক, জনাব এলান খান, Burichong Association en France(BAF) সভাপতি- জনাব আল-আমিন খান, সাধারণ সম্পাদক- শরিফ আহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক- বদিউল আলম স্বপন, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি- জনাব মোতালেব খান, সাধারণ সম্পাদক-মনিরুল ইসলাম, প্রধান উপদেষ্টা-কাজী উচ্ছাস, রূগ্রুপমো ফ্যামিলিয়ার কমিউনিটি ইন ফ্রান্স এর প্রেসিডেন্ট জনাব কাউছার আহাম্মেদ, নড়াইল জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি- জনাব মোহাম্মদ মুনির হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের র্যাফেল ড্র-র উপহার প্রদান করেন বিডি ফার্নিচারের পরিচালক জনাব মিয়া মাসুদ, শিশুদের ঈদ সেলামির উপহার প্রদান করেন নাবিলা এন্টারপ্রাইজের পরিচালক জনাব সুমন আহাম্মেদ, সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি- জনাব সাত্তার আলী সুমন। সকল পারফিউম প্রদান করেন স্মার্ট কালেকশনের মো রাসেল।
উক্ত অনুষ্ঠান পরিচালনা ও বাস্তবায়ন কমিটি আগামী ঈদুল আজহাতে নতুন ও নতুনত্ব নিয়ে বৃহৎ পরিসরে আরো সুন্দর এবং আকর্ষণীয় ভাবে কমিউনিটির সবাইকে সাথে নিয়ে নতুন অনুষ্ঠান বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছেন।
আরো দেখুন:You cannot copy content of this page