গাজী জাহাঙ্গীর আলম জাবির।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসার অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক কাজী মোঃ শাহজাহান মাষ্টারের বিদায় ও মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থীদের (যারা কর্ম ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য অবস্থানে আছেন) তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২১ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা কাজী মোঃ আবুল বাশার আল কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তা সাহিদা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী আবুল কাশেম এর সন্তান বিজ্ঞানী কাজী গোলাম আলী সুমন এম.ডি. লেন্স ট্রেডিং ও লেন্স এগ্রো এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ মনিরুল হক আরিফ।
অত্র মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওঃ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক মাওলানা ফারুক আহমেদ, মাওঃ মোঃ আব্দুর রহিম, প্রভাষক মাহফুজুর রহমান ভুঁইয়া, শাহেদুর রহমান,মোহছেনা আক্তার, ইয়াসিন আরাফাত, ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদ এর সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
উপস্থিত ছিলেন, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম, সিনিয়র প্রভাষক মোঃ গিয়াস উদ্দিন, ছয়গ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষক – শিক্ষার্থী বৃন্দ।
এ সময় অনুভূতি প্রকাশ করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক অবসর প্রাপ্ত কাজী মোঃ শাহজাহান, মাওঃ মোঃ মাহবুবুর রহমান, মোঃ আশরাফুল আলম, মাওঃ মোঃ নুরুল ইসলাম, প্রভাষক মাওঃ কাজী মোঃ আল ইমরান, মাইন উদ্দিন হাসান,সাইফুল ইসলাম চৌধুরী, মোঃ মাজহারুল ইসলাম ইমরান,প্রভাষক মাওঃ কাজী মোঃ মোস্তাফিজুর রহমান বাশারী,মাওঃ মোঃ ইসরাফিল ও আলিম ১ম বর্ষের ছাত্রী কাজী তোফা।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অত্র মাদ্রাসার কৃতি শিক্ষার্থী (যারা নিজ নিজ কর্মস্থলে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন) এমন ২২ জন কৃতি শিক্ষার্থী এবং অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক কাজী মোঃ শাহজাহান মাষ্টারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page