গাজী জাহাঙ্গীর আলম জাবির।।
বুড়িচং উপজেলার সাদকপুর গাউছিয়া দরবার শরীফের উদ্যোগে খাজা আজমেরী (রা:) ও নাগাইশ গাউছিয়া দরবার শরীফের পীর কেবলার স্মরণে ৮ ম বার্ষিক ওরশ এবং সুন্নী সম্মেলন গত ১৭ জানুয়ারি, শুক্রবার সাধকপুর খাজা ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওরশ ও সুন্নী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, হযরত মাওলানা মুফতী মুহাম্মদ জসিম উদ্দিন আল আযহারী, অধ্যক্ষ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর,ঢাকা।
বিশেষ অতিথি ছিলেন, হযরত মাওলানা গাজী আবু বকর জিহাদী আন নাজেরী, সিলেট, বিশিষ্ট লেখক, সংগঠক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, চেয়ারম্যান, গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা।
প্রধান বক্তা ছিলেন, তরুণ আলেমেদ্বীন হযরত মাওলানা মুফতী মুহাম্মদ ইমরান হোসাইন ফারুকী, ব্রাহ্মণপাড়া।
মোঃ সাজেদুল হক সাদেক সভাপতি ও মুহাম্মদ আমিনুল হক সহ সভাপতি এর সভাপতিত্বে এবং সাধকপুর গাউছিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মোঃ কামরুল ইসলাম শিবলীর সার্বিক তত্ত্বাবধানে ওরশ ও সুন্নী সম্মেলনে বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ ওসমান গনি, সিনিয়র মুদারিস কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর ঢাকা, মাওঃ মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম রেজভী, মাওঃ মোঃ নেয়ামত উল্লাহ রেজভী, মাওঃ মোঃ শাহিনুল ইসলাম ও হাফেজ মোঃ মোশাররফ হোসেন।
এন্তেজামিয়া কমিটির প্রধান মোঃ শাহ আলম ও অদুধ মিয়াজীর সহযোগিতায় এবং হাফেজ কাউছার, হাফেজ তোফাজ্জল, মেহেদী,মাহরুফ,সিয়াম, তামিম এর পরিচালনায় অনুষ্ঠিত ওরশ এবং সুন্নী সম্মেলনে বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধি,আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্র ও যুবসেনার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া,মিলাদ, মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়।
আরো দেখুন:You cannot copy content of this page