বুড়িচংয়ে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

গত শনিবার(২৯ অক্টোবর) দিনাগত রাত আনুমানিক ১২ টায় দিকে উপজেলার সদর ইউনিয়ন জগতপুর গফুর ডাক্তার বাড়ির সমানে আব্দুর রশিদ মোল্লার মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা হয়নি মুদি দোকান টি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, আনুমানিক রাত সাড়ে ১২ টায় দিকে হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে । অগ্নিকান্ডে মালামাল ও নগদ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।

এ ব্যাপারে বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান সরকার বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে দেখি যাওয়ার পূর্বে আশে পাশের লোকজন আগুন নিয়ন্ত্রণ আনে।

স্থানীয় সূত্রে জানা যায় যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page