মো. জাকির হোসেন।।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার শাহ দিলার বাগ গ্রামের মৃত মাল রহমানের অটোরিকশা চালক আবুল কালাম এর ঘরে বিদ্যুৎ সর্ট সার্কিটের ফলে বসত ঘরে অগ্নিকান্ডের সূত্র পাত্র ঘটে।
এসময় আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির এ এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ, ফায়ার সার্ভিসের একদল দম কল কর্মী এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, স্থানীয় সূত্র জানায় গত বৃহস্পতিবার রাত্র ১২ টার দিকে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর শাহ দিলার বাগ গ্রামের মাল মিয়ার ছেলে অটোরিকশা চালক আবুল কালাম এর ঘরে বিদ্যুৎ সর্ট সার্কিটের মাধ্যমে তার বসত ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনের উপস্থিতি টের পেয়ে বের হয়ে আসে। এসময় চার দিকে শোর গোল করলে চার দিক থেকে লোক জন এগিয়ে আসে।
খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ি এ এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স এবং ফায়াার একদল দম কর্মী ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অটোরিকশা চালক আবুল কালাম এর ঘরের নগদ টাকা, ফ্রিজ, টিভি, বক্স খাট সহ ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে। অটোরিকশা চালক আবুল কালাম এর ঘরে থাকা চাল ডাল খাবার আগুনে পুড়ে যায়।।
খবর পেয়ে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী অগ্নিকান্তে ক্ষতি সাধিত বাড়ি পরিদর্শণ করেন এবং তাদের কে সরকারি সকল সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন।